চন্দ্রদীপ ডেস্ক: নির্বাচনের কয়েক সপ্তাহ আগে তাইওয়ান প্রণালীর সংবেদনশীল মধ্যরেখা অতিক্রম করেছে চীনা যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান।
তাইওয়ান জানিয়েছে, দ্বীপের চারপাশে তারা চীনের যুদ্ধ জাহাজ ও যুদ্ধবিমান শনাক্ত করেছেন।
শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক পোস্টে জানায়, দুপুর দেড়টার পর থেকে তারা তাইওয়ানের উত্তর, মধ্য ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আকাশসীমায় চলাচলকারী জে-১০, জে-১১ ও জে-১৬ যুদ্ধবিমানের পাশাপাশি চীনা বিমানগুলোকে শনাক্ত করে।
১০টি বিমান তাইওয়ান প্রণালী বা নিকটবর্তী এলাকা অতিক্রম করে।
এগুলো চীনা যুদ্ধজাহাজের সঙ্গে ‘যৌথ যুদ্ধ প্রস্তুতি টহল’ চালানোর জন্য কাজ করছে।
গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইপের নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে তাইওয়ান প্রণালীতে চীনা সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে।