রোববার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ইসরায়েলের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, কিছু সন্দেহভাজন বেসামরিক জনগণের মধ্যে লুকিয়ে ছিল এবং স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে। এছাড়া হামাসকে নির্মূল করার লক্ষ্যে গাজায় সামরিক অভিযান ও আক্রমণ শুরু করার পর থেকে ৭০০ ফিলিস্তিনি যোদ্ধাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেছে ইসরায়েল।
তবে ইসরায়েলি বাহিনীর টানা আড়াই মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা, নিহত হয়েছেন ২০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। এই নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু। হামাস বলছে, ইসরায়েলিদের হাতে বেশিরভাগ নারী ও শিশু নিহত হচ্ছে।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ২০ হাজারেরও বেশি মানুষ নিহত এবং আরও ৫৩ হাজার মানুষ আহত হয়েছেন। শনিবারের আপডেটে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় শুধুমাত্র এক দিনেই আরও ২০১ জন নিহত এবং ৩৬৮ জন আহত হয়েছেন।