চন্দ্রদ্বীপ ডেস্ক: দারুণ এক সমস্যায় পড়েছে ভারতীয় টেনিস দল। তাদের আবেদন খারিজ হয়ে গেছে। যার ফলে ডেভিস কাপ খেলতে পাকিস্তানে যেতেই হবে ভারতীয় দলকে। এর মধ্য দিয়ে ৬০ বছর পর পাকিস্তান যেতে হচ্ছে ভারতীয় টেনিস দলকে। যদি ভারত এরপরও পাকিস্তান গিয়ে না খেলে, তাহলে বড় শাস্তি হতে পারে তাদের।
ডেভিস কাপের বিশ্ব গ্রুপ-১ প্লে-অফ খেলতে ইসলামাবাদে যাওয়ার কথা ভারতের। তবে পাকিস্তানে যাতে খেলতে যেতে না হয়, সে জন্য আগেই বিশ্ব টেনিস অ্যাসোসিয়েশনের কাছে আবেদন করেছিল ভারতীয় টেনিস অ্যাসোসিয়েশন। তাদের আবেদন ছিল, নিরপেক্ষ দেশে হোক খেলা। সে আবেদন খারিজ হয়ে গেছে। শেষবার ১৯৬৪ সালে পাকিস্তানে ডেভিস কাপ খেলতে গিয়েছিল ভারত। সে বার ৪-০ ব্যবধানে জিতেছিল তারা।