Views: 48
চন্দ্রদীপ ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় আজ রংপুর সফরে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার পীরগঞ্জে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি।
এর আগে তারাগঞ্জ ও মিঠাপুকুরে পৃথক দুটি পথসভায় অংশ নেবেন। এ ছাড়া নিজ বাসভবন লালদীঘি ফতেহপুরে পরিবারের সদস্যদের সাথে মিলিত হয়ে স্বামীর কবর জিয়ারতসহ নিকট আত্মীয়দের সাথে কুশল বিনিময় করবেন তিনি।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট চাইতেই প্রধানমন্ত্রীর এ সফর। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উজ্জীবিত দলীয় নেতাকর্মীরা। তাঁকে স্বাগত জানাতে পুরো এলাকা ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে।