শিরোনাম

পদ্মা সেতুর কল্যাণে সকালের তাজা পেয়ারা দুপুরে ঢাকায়

Views: 110

এস এম পারভজ (পিরাজপুর): জেলার নেছারাবাদ উপজলার আটঘর কুড়িয়ানার উৎপাদিত দেশী জাতীয় পেয়ারার এখন ভর মৌসুম। প্রতিদিন শুক্র ও সোমবার হাটের দিন ছাড়াও প্রায় প্রতিদিনই পেয়ারার বিকিকিনিতে সরগরম থাকছ উপজলার কুড়িয়াানা খালর ভাসমান হাট-বাজারগুলো।

দূর-দূরান্ত থেকে পাইকাররা সারি সারি ট্রাক-পিক-আপ ভ্যানসহ ইঞ্জিন ট্রলার স্বল্পমূল্য পেয়ারা ক্রয় করে দিনে দিনে নিয়ে যাচ্ছেন ঢাকাসহ, নোয়াখালী, বরিশাল, চাঁদপুরসহ বিভিন্ন গন্তব্যে।

তব, ঢাকার পয়ারার পাইকাররা এই মৌসুমে  বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চলবাসির স্বপ্নের  পদ্মা সেতু নির্মাণ করে দেয়ায় ব্যাবসায়ীরা এখন ফেরির ৮-৯ ঘটার বিড়ম্বনার পরিবর্তে মাত্র সাড়ে তিন থেকে চার ঘটার মধ্য ঢাকার মানুষর কাছে টসটসে স্বরপকাঠির তাজা পেয়ারা উপহার দিত পারছেন।

পিরাজপুর জেলার  প্রাচীন ব্যাবসা সমৃদ্ধ উপজলার নাম নেছারাবাদ। এ উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ ‘আটঘর কুড়িয়ানা’ ইউনিয়নে রয়েছে পেয়ারার অসংখ্য বাগান। অসংখ্য  ছোট-বড় খালের বাগান থেকে গৃহস্থরা নিজেরাই পেয়ারা ডিঙ্গি নৌকায় করে খালের ভাসমান হাটে পেয়ারা বিক্রয় করেন। সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত চলে পেয়ারা বিকিকিনি। দূর-দূরান্তের পাইকার এসে আড়তদারদের মাধ্যমে পেয়ারা ক্রয় করেন। গত বছরর মতই এবছরও  পেয়ারা প্রতি মন বিক্রয় হছ ৪শ’ থেকে ৫শ’ টাকায়। তবে, এ বছর ফলন ভালো হলেও বর্ষার কারণে বাজারে এসেছে কিছুটা বিলম্বে।

কৃষি বিভাগের মতে, কেবল মাত্র পিরাজপুর জেলার স্বরপকাঠিতেই রয়েছে ৬শ’ ৫৭ হক্টর জমিত ২হাজার ২৫টি বাগান। যেখান প্রায় ১৬ লাখ মন পয়ারা প্রতি বছর উৎপাদিত হয় এবং যার মুল্য প্রায় ৬০ কোটি টাকা বলে জানায় কৃষি বিভাগ। পেয়ারাকে পুঁজি করে প্রত্যক্ষ ও পরাক্ষভাবে প্রায় ৭-৮ হাজার মানুষর প্রধান উপার্জনের মাধ্যম এই পেয়ারা।

আটঘর কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার জানান, প্রতি বছর পেয়ারার মৌসুম শুরু হলে দূর-দূরান্ত থেকে  পেয়ারার স্বাদ, বাগান ও মনোরম পরিববেশকে মনামুগ্ধকর করতে ছোট ছোট ট্রলার, মাটর বাইক ও বিভিন্ন বাহনে আসছেন নারী-পুরুষসহ সব ধরণের পর্যটক। ভ্রমন পিপাশুদের ঘিরে এখানে তৈরি হয়েছে বেশ কিছু ফ্লটিং পেয়ারা পার্ক ও পিকনিক কর্নার, রয়েছে পেয়ারা বাগানের মধ্য দিয় নান্দনিক বিশাল কাঠের সাঁকো। আইনশৃংখলা রক্ষার জন্য রয়েছে একটি পুলিশ ফাঁড়ি।

পিরাজপুরের নেছারাবাদ উপজলার আটঘর-কুড়িয়ানা, জিদাকাঠি, আদমকাঠি, ভীমরলী, ধলহারসহ বিভিন্ন পেয়ারা বাগানের খ্যাতি প্রায় ১শত ৩০ বছরের পুরনো। এখানকার চাষীরা বলছন, সরকারের আর্থিক সহায়তা, সহজ শর্ত ব্যাংক ঋন এবং  ‍কৃষি কর্মকর্তাদের সময়োপযাগী পরামর্শসহ হিমাগার স্থাপন করা হল তারা আরও লাভবানন হবেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *