শিরোনাম

আগড়তলা মিথ্যা মামলার আসামী বীর মুক্তিযাদ্ধা শহীদ লে: কমান্ডারের স্মৃতি বিজড়িত পিরাজপুরে নির্মিত হচ্ছে নান্দনিক যাদুঘর

Views: 115

এস এম পারভেজ ( পিরোজপুর): শহীদ লেফটেন্যাট কমান্ডার মোয়াজ্জম হোসেন, বাংলাদশের একজন স্বাধীনতাকামী ও বীর শহীদ মুক্তিযাদ্ধা। তিনি তৎকালীন পাকিস্তান নৌবাহিনীতে কর্মরত একজন বাঙ্গালী কর্মকর্তা এবং ১৯৬৭ সালের আগরতলা মিথ্যা মামলার ২য় আসামী ছিলেন।

স্বাধীনতা যুদ্ধ আত্মত্যাগের জন্য লে. কমান্ডার মোয়াজ্জম হোসেনকে ২০১২ সালে স্বাধীনতা পদকে (মরনোত্তর) ভূষিত করা হয়।

খ্যাতিমান এই বীর সন্তানের বাড়ি পিরোজপুর সদর উপজেলার উত্তর ডুমরিতলা গ্রামে। প্রায় এক একর জমি নিয়ে গঠিত তার এই স্মতি বিজড়িত পিতৃ ভূমিতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নির্মাণ করে দিচ্ছেন নান্দনিক দ্বিতল ভবন বিশিষ্ট আধুনিক যাদুঘর। যেখানে থাকবে রেস্ট হাউজসহ বিরল কিছু স্থাপত্য ও চিত্র শিল্প। পুরা বাড়ি জুড়ে থাকবে শোভামন্ডিত প্রাকৃতিক দৃশ্য, যা ভ্রমণ পিপাসু দর্শকদের আরও আকৃষ্ট করবে। ইতোমধ্যে, পিরাজপুর গণপূর্ত বিভাগ থেকে স্থাপত্য অধিদপ্তরে এ সংক্রান্ত প্রয়াজনীয় ফাইল প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। অপরদিকে, এই বীর মুক্তিযোদ্ধার গ্রামর বাড়ির প্রবেশ পথে (হুলারহাট সড়ক) নির্মাণ করা হচ্ছে তার প্রতিকৃতি।
সূত্রমতে, ১৯৬৭ সাল আগরতলা মিথ্যা মামলার ২য় আসামী লে: কমান্ডার মোয়াজ্জেম হোসেনকে ১৯৭১ সালের ২৬ মার্চ কর্নেল তাজের নেতৃত্বে পাকিস্তানের একটি সেনা দল ঢাকার এলিফ্যাট রোডের বাসায় হামলা চালিয়ে নির্মমভাবে তাকে হত্যা করে। পরে তার মরদেহ সামরিক জীপের পেছনে রশি দিয়ে বেঁধে রাস্তা দিয়ে টেনে-হেচড়ে ঢাকা সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। এরপর তার মরদেহ আর খুঁজে পাওয়া যায়নি।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *