শিরোনাম

শেখ হাসিনার আগমন উপলক্ষে বরিশালে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাঠ পরিদর্শন

Views: 49

বরিশাল অফিস :: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ২৯ ডিসেম্বর বরিশালে আগমন উপলক্ষে বুধবার বিকালে জনসভার মাঠ পরিদর্শন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।

বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানের জনসভাস্থল পরিদর্শন করে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও প্রধানমন্ত্রীর সফর কমিটির মুখপাত্র আফজাল হোসেন সাংবাদিকদের বলেছেন, দক্ষিণাঞ্চল বাংলাদেশের উন্নয়নের রোল মডেল। পদ্মা সেতু পায়রা বন্দর থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এনেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার জনসভায় কমপক্ষে ১০ লাখ লোক সমাগমের প্রস্তুতি নিয়ে মাঠ প্রস্তুত করা হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর সফর কমিটির প্রধান সমন্বয়ক ও জনসভার সভাপতি বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, সমন্বয়ক বরিশাল সিটি করপোরশেনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আফজালুল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ প্রমুখ।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *