শিরোনাম

বরিশালে আসনে গানে গানে ভোট চাইছেন নকুল কুমার

Views: 45

বরিশাল অফিস :: বরিশাল-২ আসনে গানে গানে ভোট চাইছেন কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত গামছা মার্কার প্রার্থী প্রখ্যাত কন্ঠ শিল্পী নকুল কুমার বিশ্বাস। সুরের সাথে সাথে দিচ্ছেন নানা আশ্বাস। গ্রামের সাধারণ মানুষও তাকে দেখে বেশ উচ্ছ্বসিত। তবে সকলেই বলছেন, দল বা প্রতীক নয়, পছন্দের প্রার্থীকেই তারা ভোট দেবেন। আর নকুল কুমার বিশ্বাস বলছেন, নির্বাচন সুষ্ঠু হলে তিনি বিজয়ী হবেন।

গত কয়েকদিন থেকে গলায় হারমোনিয়াম নিয়ে উজিরপুর ও বানারীপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে নিজের জন্য গানে গানে গামছা মার্কায় ভোট চাইছেন শিল্পী ও দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রার্থী নকুল কুমার বিশ্বাস। কিছুদিন আগে বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান করেছেন নকুল কুমার বিশ্বাস। এরপর বরিশাল-২ আসনে প্রার্থী হয়ে সুষ্ঠু নির্বাচনে জয়ের আশা করছেন তিনি। এবার ভোট সুষ্ঠু হবে কিনা জানতে চান ভোটাররা উল্লেখ করে গামছা মার্কার প্রার্থী নকুল কুমার বিশ্বাস বলেন, আমিও আশ্বাস দিয়েছি এবার ভোট সুষ্ঠু হবে।

নকুল বিশ্বাস আরও বলেন, মানুষকে ভালোবেসে তাদের জন্য কাজ করতেই আমি নির্বাচনে এসেছি। রাজনীতি নয়-কাজনীতিতে, তথাকথিত গণতন্ত্রে নয়-মনতন্ত্রে আমি বিশ্বাসী। গামছা মার্কার এ প্রার্থী আরও বলেন, মমতার সাথে ক্ষমতা এক করতে চাই। কারণ, মমতা আর ক্ষমতা একসাথে না হলে একটা মানুষের দ্বারা সত্যিকার অর্থে দেশের সেবা, মানুষের সেবা পূর্ণাঙ্গভাবে হয় না।

সূত্রমতে, হিন্দু অধ্যুষিত বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে এবার নৌকা মার্কার প্রার্থী হয়েছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। পাশাপাশি আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার বিরুদ্ধে ঢেকি প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন সাবেক এমপি মোঃ মনিরুল ইসলাম মনি এবং ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন শের-ই বাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজু। বরিশাল-২ আসনে মোট ভোটার তিন লাখ ৫৮ হাজার ২৪৬ জন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *