বরিশাল অফিস:: পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের রহমতপুর থেকে ঝুলন্ত অবস্থায় লাকী বেগম (২৪) নামের এক সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ। বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
কলাপাড়া থানার এসআই তাইয়েবুর রহমান জানান, গতকাল বুধবার ভোরে পারিবারিক কলহের জের ধরে রহমতপুরের ভাড়াটিয়া বাসার একটি কক্ষে লাকী গলায় ফাঁস দেয়। এ সময় বাসায় তার স্বামী মাসুদ দফাদার ও মা অবস্থান করছিলেন। গলায় ফাঁস দিয়ে ওই নারীর মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাকী বেগমের মরদেহ উদ্ধার করে।
নিহত গৃহবধূর ১৮ মাস বয়সী এক সন্তান রয়েছে। তাদের বাড়ি উপজেলার ধুলাসার গ্রামে হলেও কলাপাড়া পৌর শহরে ভাড়া বাসায় বসবাস করতেন। তবে কী কারনে, কেন সে আত্মহত্যা করেছে এ বিষয়ে তদন্ত চলছে।