মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ১নং ওর্য়াডের কৃতি সন্তান মোঃ কামরুল হাসান সাগর মোল্লা (সিআইপি) র্নিবাচিত হয়েছেন।
বাংলাদেশের র্অথনীতিতে গুরুত্বর্পূণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার ২০২৩ সালের জন্য (ক) ‘বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশি” ক্যাটাগরিতে; (খ) ‘বাংলাদেশে বৈধ চ্যানেলে র্সবাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি’ ক্যাটাগরিতে এবং (গ) ‘বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি’ ক্যাটাগরিতে নিম্নর্বণিত ব্যক্তিগণকে বাণিজ্যিক গুরুত্বর্পূণ ব্যক্তি (অনিবাসী বাংলাদেশি) বা সিআইপি (এনআরবি) হিসেবে তিনি নির্বাচিত হন।
কামরুল হাসান দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া গ্রামের ইঞ্জিনিয়ার আবুল কালাম মোল্লার ছেলে।