শিরোনাম

নির্বাচনী প্রচারে শুক্রবার বরিশাল যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা

Views: 50

বরিশাল অফিস :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে আগামীকাল শুক্রবার বরিশাল যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিকেলে নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে ভাষণ দেবেন তিনি। নেতা-কর্মীরা বলছেন, জনসভায় অন্তত ১০ লাখ লোকের সমাগম ঘটবে। শেখ হাসিনার এ সফরকে কেন্দ্র করে উজ্জীবিত দলের নেতা-কর্মীরা।

পাঁচ বছর পর শুক্রবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সফর ঘিরে নতুন সাজে সাজানো হচ্ছে বরিশাল নগরী। বিকেল ৩টায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় যোগ দেবেন  আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সরকারের উন্নয়ন তুলে ধরে ভোট চাইবেন নৌকায়।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে বরিশালবাসীর প্রত্যাশা অনেক। ভোলার গ্যাস বরিশালে আনা, ইপিজেড নির্মাণসহ নানা দাবি তুলে ধরবেন তারা।

বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করা যায়, জনসভায় দশ লাখ লোকের সমাগম ঘটবে।

বরিশাল-৫ আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুকের প্রত্যাশা, শুক্রবারের জনসভায় নৌকার প্রার্থীসহ অনেক সাধারণ মানুষও উপস্থিত থাকবেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সবশেষ বরিশাল সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *