চন্দ্রদ্বীপ নিউজ ডেক্স: বলিপাড়ার বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের কেরিয়ারের গোড়ার দিকের কথা উল্লেখ করেন। তিন দশক হিন্দি ফিল্মজগতে সময় কাটালেও শাহরুখ তাঁর কেরিয়ার শুরু করেছিলেন ছোট পর্দার মাধ্যমে।
‘ফৌজি’ ধারাবাহিকে মুখ্যচরিত্রে অভিনয় করে রাতারাতি ছোট পর্দায় নিজের পরিচিতি গড়ে নিয়েছিলেন শাহরুখ। পাশাপাশি অভিনয় দক্ষতার মাধ্যমে নজর কেড়েছিলেন বলিপাড়ার ছবি নির্মাতাদের।
হেমা সাক্ষাৎকারে জানান, ‘ফৌজি’ ধারাবাহিকে শাহরুখের অভিনয় দেখে তাঁকে বেশ ‘মিষ্টি’ লেগেছিল। সেই সময় নিজের ছবি ‘দিল আশনা হ্যায়’-এর চিত্রনাট্য নির্মাণ নিয়ে ব্যস্ত ছিলেন হেমা।
শাহরুখ থেকে বলিউডের ‘কিং খান’ হওয়ার যাত্রা। যা এখনও চলমান। কারণ বলিউডের ‘বাদশা’ থামতে জানেন না।
তিন দশক ধরে বলিপাড়ায় রাজত্ব করে চলেছেন বলি অভিনেতা শাহরুখ খান। চার বছর বিরতির পর শাহরুখের ‘পাঠান’ ছবিটি মুক্তি পায়। বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করে সাফল্যের চূড়ায় পৌঁছয় ‘পাঠান’। আগামী সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে শাহরুখের এই বছরের দ্বিতীয় ছবি ‘জওয়ান’।
‘জওয়ান’ ছবির ‘প্রিভিউ’ বা তথাকথিত প্রথম ঝলক প্রকাশের পর দর্শকের মধ্যে শাহরুখের লুকের পাশাপাশি অভিনয় নিয়েও চর্চা শুরু হয়েছে। অভিনেতার সমস্ত কিছুই যেন ‘বাদশা’সুলভ।
শাহরুখের নতুন ছবি নিয়ে চর্চা তুঙ্গে থাকাকালীন তাঁর কেরিয়ার নিয়েও আলোচনা শুরু হয়। সম্প্রতি এক বলি অভিনেত্রী শাহরুখের কেরিয়ারের শুরুর দিন নিয়ে অজানা তথ্য ভাগ করে নেন। অভিনেত্রী দাবি করেন, শাহরুখের কেরিয়ার তৈরির নেপথ্যে রয়েছেন অন্য কেউ।