শিরোনাম

ভারতে করোনায় সাত জনের মৃত্যু

Views: 59

চন্দ্রদীপ ডেস্ক : নতুন করে গত ২৪ ঘণ্টায় ৭৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন পয়েন্ট ওয়ানের প্রভাবে ভারতের বিভিন্ন রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। নতুন করে ২৪ ঘণ্টায় ৭৪৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মারা গেছেন সাত জন। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, যে সাত জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে তিন জন কেরালার, দুই জন কর্ণাটকের, এক জন ছত্তিশগড়ের এবং এক জন তামিলনাড়ুর।

সর্বশেষ করোনা পজিটিভ শনাক্তদের ধরে দেশটিতে মোট করোনায় আক্রান্তদের সংখ্যা পৌঁছেছে ৩ হাজার ৯৯৭ জনে। ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্যগুলোতে বর্তমানে যারা আক্রান্ত হচ্ছেন, তাদের একটি বড় অংশের জন্য জেএন পয়েন্ট ওয়ান নামের ভাইরাসটি দায়ী।

২০২০ সাল থেকে শুরু করে এ পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪ কোটি ৫০ লাখ ১২ হাজার ৪৮২ জন এবং এই রোগে মৃত্যু হয়েছে মোট ৫ লাখ ৩৩ হাজার ৩৫৮ জনের।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *