শিরোনাম

বরিশালে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলা, ১২টি মোটরসাইকেল আগুন,আহত ৩০

Views: 47

বরিশাল অফিস :: বরিশাল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ফাইয়াজুল হক রাজুর নির্বাচনী মিছিলে হামলা ও ফাঁকা গুলি চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ সময় মিছিলের ১২টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে হামলাকারীরা। হামলায় স্বতন্ত্র প্রার্থীর অন্তত ৩০ জন আহত হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে বানারীপাড়া উপজেলার বাইশারী গ্রামে হামলার এ ঘটনা ঘটে। বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্তরা হালদার মোটরসাইকেলে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের ফাইয়াজুল হক রাজুর অভিযোগ করে বলেন, ‘আমার কর্মী-সমর্থকরা দুপুরে মরিচবুনিয়া থেকে মিছিল নিয়ে পৌর শহরের উদ্দেশে রওনা হয়।

তখন আমার কর্মীদের ওপর গুলি করে, এলোপাতাড়ি পেটায় এবং কোপায়। এতে আমার অন্তত ৩০ কর্মী আহত হয়েছে। হামলাকারীরা ১২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে। এ ছাড়া চারটি পিটিয়ে ভেঙে ফেলেছে।

বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হালদার বলেন,গুলির কোনো আলামত পাওয়া যায়নি। তবে ১২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও চারটি ভাঙচুর অবস্থায় পেয়েছি। এ ঘটনায় ওসিকে দ্রুত মামলা করা ও জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *