শিরোনাম

বরিশালের ছেলেদের বিয়ে করব না

Views: 47

বরিশাল অফিস ::চোখ বলেছে ভালোবাসি, মন কি বলে জানি না’ আসলেই কী তিনি জানেন না, তার মন কী বলছে, কয়েক বছর থেকে খুঁজছেন ভালোবাসা, কিন্ত ধরা দিয়েও দিচ্ছে না।

অথচ তিনি প্রেমের মালা গেঁথে বসে আছেন, কিন্তু সেই মালা কাকে পরাবেন? ২০২৪ সালে মনের মধ্যে ঘণ্টা বাজবে এমন একজনকেই খুঁজছেন। তাকে নিয়ে স্বপ্ন দেখতে চান, সাজাতে চান জীবন।

তবে সেই স্বপ্ন কবে সত্যি হবে সেই অপেক্ষায় শিরিন শিলা। যিনি বছর জুড়েই ছিলেন আলোচিত-সামলোচিত। কখনো চুমুকাণ্ডে, কখনো বা ব্যক্তিজীবনের নানা বিষয়ে।

এবার আবারও আলোচনায় ঢালিউডের এই নায়িকা তবে চুমু কাণ্ডে নয় এবার আলোচনায় বরিশালের ছেলেদের বিয়ে করবেন না বলে। কালবেলার সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান তারাবেলায় অতিথি হয়ে এসব কথা বলেন শিরিন শিলা।

উপস্থাপিকার প্রশ্নে শিরিন শিলা বলেন, বরিশাল কখনই বিয়ে করবো না তবে উপস্থাপিকা তাকে বলেন, বরিশালে ডাব, আমড়া এবং ভালো মাছ পাওয়াা যায়। নায়িকা বলেন, আমর কেন জানি মাইন্ডের মধ্যে ঢুকে আছে বরিশালের ছেলেদের আমি বিয়ে করবো না। কেন আমি জানিনা, যদিও আমার আপন বড় বোনের স্বমীর বাড়ি বরিশাল। তবে দুলাভাইকে ভালো লাগে ম্যান টু ম্যান ভ্যারি করে কিন্তু বোন যে এলাকায় বিয়ে করেছে আমি সেখানে বিয়ে করবো না।

এই অনুষ্ঠানে তার প্রেমের বিষয়গুলোও উঠে আসে, তিনি বলেন, বড় হওয়ার পর তিনি যে প্রেমগুলো করেছেন তখন বয়ফ্রেন্ড যে গিফটগুলো দিয়েছে সেগুলো এখনো আছে। তার মধ্যে গোল্ডের নেকলেস, ঘড়ি, সুজ, ব্যাগ ড্রেস এগুলো স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন।

তিনি বলেন, আমাকে যে জিনিসগুলো দিয়েছিল এগুলো আমি কেন ফেলে দিবো, একটা মানুষতো আমাকে ভালোবেসে দিয়েছিল। তার সাথে সম্পর্ক থাকুক বা না থাকুক সে জিনিস গুরোর মূল্যায়ণ সমসময় করার চেষ্টা করেন তিনি।

তবে নিজের কোনো গাড়ি কেনার ইচ্ছা রয়েছে সেটিও জানান শিরিন শিলা। তিনি বলেন, বিএম ডব্লিও মার্সেডিজ গাড়ি তার টাকা হলেই কিনে ফেলবেন। বর্তমানে যে গাড়িটি ব্যবহার করছেন তার বাজার মূল্য ৪০ লাখ টাকা রয়েছে। গাড়িটি দুই বছর আগে কিনেছেন বলে কিছুটা কম ছিল বলেও জানান এই নায়িকা।

তার প্রথম গাড়ি কেনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রথমে সেকেন্ডহ্যান্ড এলিয়েন গাড়ি কিনেছিলেন, তারপর সেটি বিক্রি করে কিনেছেন নিশান এক্সট্রিল সেটি দুই থেকে তিন বছর ব্যবহারের পর টাকা জমিয়ে আগরে গাড়ি বিক্রি করে তার সঙ্গে কছিু টাকা যুক্তকরে নতুন আরেকটি গাড়ি কিনেছেন।

শিরিন শিলা ২০২৪ সালের ১৯ জানুয়ারি ‘শেষ বাজি’ সিনেমার মাধ্যম বছর শুরু করতে যাচ্ছেন । আর এই সিনেমায় তার কো-আর্টিস্ট সাইমন সাদিক। নতুন বছর এই সিনেমা দিয়ে বাজিমাত হয়ে যেতে পারে বলে পত্যাশা তার।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *