বরিশাল অফিস :: আসন্ন দাদ্বশ সংসদ নির্বাচনে বরিশাল ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো: মনিরুল ইসলাম নৌর্কা মার্কার প্রার্থী রাশেদ খান মেননকে সমর্থন জানিয়ে নিজের প্রার্থীতা প্রত্যহার করেছেন।
আজ ( ৪ রা জানুয়ারি ) বরিশাল জেলার উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক নৌকা প্রার্থীর গনমিছিল পরবর্তী সভায় উপস্থিত থেকে তিনি এ সমর্থন জানান।
মুক্তিযোদ্ধের সপক্ষের শক্তির পক্ষে সকলকে
ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে আগামী ৭ তারিখ সকলকে নৌকা মার্কায় ভোটা দেওয়ার আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত সাংসদ লুতফুল্লেসা খান বিউটি, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যকরি সদস্য আনিসুর রহমান,স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান, উজিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বেপারী, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা, উজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল প্রমূখ। এছারাও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।