শিরোনাম

দুমকিতে লাঙ্গল ও ডাব সমর্থকদের সংঘর্ষে আহত ৮

Views: 40

মো: আল-আমিন (পটুয়াখালী): দুমকিতে লাঙ্গল ও ডাব মার্কার সমর্থকদের সংঘর্ষে কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। আহতদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের লাঙ্গল প্রতীকের মিছিল ও বালুর মাঠে সভা শেষে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাসুদ আল মামুনের নেতৃত্বে রাত ৮টায় দুমকির পীরতলা বাজারে লিফলেট বিতরণ করার সময় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম মৃধ্যা ও যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু শৈলেন চন্দ্রের নেতৃত্বে ডাব প্রতীকের সমর্থনে গনসংযোগ করার সময় উভয় পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়। আহতদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন লাঙ্গল প্রতীকের রিপন হাওলাদার (৪০), মানসুর আলম (৩৩), শাহিন গাজী (৩১), ডাব প্রতীকের মো: বেল্লাল (৩৫), শহিদুল ইসলাম(২৪)।

গুরুতর আহত রিপন হালদারকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক বাবুর শৈলেনচন্দ্রের সাথে থাকা আওয়ামীলীগ নেতা ইউনুস আলী মৃধ্যা ও মোঃ শহিদুল ইসলাম বলেন, আমরা জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে দুমকির পিরতলা বাজারে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছিলাম এমন সময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাসুদ আল মামুনের নেতৃত্বে একদল কর্মী আমাদের ছাত্রলীগ কর্মীদের উপরে হামলা চালায় এতে ছাত্রলীগের ৫ জন নেতা কর্মী আহত হয়।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাসুদ আল মামুন বলেন, আমরা বালুর মাঠে জনসভা শেষে দুমকির পীরতলা বাজারে লিফলেট বিতরণ করতে গেলে আমাদের উপর ডাব মার্কার সমর্থকরা অতর্কিত হামলা চালায় এতে আমাদের ৫ জন নেতা কর্মী আহত হয়। গুরুতর আহত ৩জনকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি)তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *