মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালীর চারটি সংসদীয় আসনের ৫০৭টি ভোট কেন্দ্রের ৩২০৪টি কক্ষে অনুষ্ঠিত হবে ভোট গ্রহন। তাই কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।
শনিবার (০৬ জানুয়ারি) বেলা বারোটায় জেলার সকল উপজেলা পরিষদ থেকে ভোট গ্রহনের এসব সরঞ্জাম বিতরন করেন সহকারী রির্টানিং কর্মকর্তারা।
তবে দুর্গম এলাকা ছাড়া কাছাকাছি ভোট কেন্দ্রে আগামীকাল ভোরে যাবে ব্যালট পেপার।
জেলায় ১৪ লক্ষ ৯ হাজার ৫শ‘ ৩০ জন ভোটারের বিপরীতে পটুয়াখালী-১ আসনে ৬ জন প্রার্থী, পটুয়াখালী-২ আসনে ৪ জন প্রার্থী, পটুয়াখালী-৩ আসনে ৬ জন প্রার্থী ও পটুয়াখালী-৪ আসনে ৬ জন প্রার্থী প্রতিন্ধীতা করছেন।
যে কোন ধরনে অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে মোতায়েন রয়েছে ২২ প্লাটুন সেনাবাহিনী, ১০ প্লাটুন বিজিবি ও ১২ টি র্যাবের পেট্রোল টিমসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।