শিরোনাম

বরিশালের নির্বাচনী সরঞ্জাম স্ব স্ব কেন্দ্রে পাঠানো হলো

Views: 45

বরিশাল অফিস :: নির্বাচনী সরঞ্জাম স্ব স্ব কেন্দ্রে পাঠানো হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশী ভোটার বরিশাল সদর (৫) আসনে ৪ লাখ ৬৮ হাজার ৫৬৩ জন।

বরিশাল জেলা ৬টি আসনের সকল ভোট কেন্দ্রে একমাত্র ব্যালট পেপার ছাড়া অন্যসকল নির্বাচনী সরঞ্জাম আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংশ্লিষ্ট নির্বাচন প্রিজাইডিং
অফিসারের নিকট বুঝিয়ে দিয়ে কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ শনিবার (৬) জানুয়ারী সকাল ১১টা থেকে বরিশাল সদর উপজেলা কার্যলয় হল রুম থেকে বরিশাল সদর উপজেলার ১৭৬টি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়।

এছাড়া জেলার অন্যসকল উপজেলার নির্বাচনী মালামাল আগেই স্ব স্ব উপজেলা কার্যলয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে নির্বাচন কার্যলয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অন্যদিকে বরিশাল জেলার সিনিয়র নির্বাচন অফিসার মো. ওয়াহিদুজ্জামান মুন্সী বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ভোটার তালিকা পূবেই প্রস্তুত করেছে বরিশাল জেলা নির্বাচন অফিস।

পাশাপাশি আসন ভিত্তিক ভোট কেন্দ্র, ভোট কক্ষের খসড়া তালিকাও প্রস্তুত করা হয়েছে।
জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, বরিশাল জেলার ৬ আসনে মোট ভোটারের সংখ্যা ২১ লাখ ৩২ হাজার ৭৪ জন। এদের মধ্যে ১০ লাখ ৮৩ হাজার ৩২৪ জন পুরুষ ও ১০ লাখ ৪৮ হাজার ৭৪৪ জন নারী। এছাড়া ৯ জন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন।

বরিশাল জেলায় সম্ভাব্য স্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা ৮২৭টি এবং স্থায়ী অস্থায়ী মিলিয়ে
মোট ভোট কক্ষের সংখ্যা চার হাজার ৯৭১টি।
আগৈলঝাড়া-গৌরনদী উপজেলা মিলিয়ে বরিশাল-১ আসন। এ আসনে মোট ভোটার ৩
লাখ ৪৩ হাজার ৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৭৫৬ জন ও নারী ভোটার ১ লাখ ৫০ হাজার ৫৪৭ জন। এই আসনে মোট ভোট কেন্দ্রের জন্য ৫২টি প্রতিষ্ঠান নির্ধারণ করা হয়েছে।

উজিরপুর-বানারীপাড়া উপজেলা নিয়ে বরিশাল ২ আসন। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৫৮ লাখ ২৪২ জন। এই আসনে পুরুষ ভোটার ১ লাখ ৮২ হাজার ৩৬৪ জন ও নারী ভোটার ১ লাখ ৭৫ হাজার ৮৭৭ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ জন।

মুলাদী-বাবুগঞ্জ মিলিয়ে বরিশাল-৩ আসন। এই আসনে মোট ভোটার ৩ লাখ ১০ হাজার
১২৬ জন। পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮৪৫ জন ও নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ২৮০ এবং হিজড়া ভোটার ১ জন।

মেহেন্দিগঞ্জ-হিজলা উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৪ সংসদীয় আসন। নদী বেষ্টিত এই
আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৫ হাজার ৩৭৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ১৩৬ জন ও নারী ভোটার ১ লাখ ৯০ হাজার ২৩৯ জন এবং হিজড়া ভোটার ১ জন।

বরিশাল মহানগর ও সদর উপজেলা নিয়ে বরিশাল সদর-৫ আসন। জেলার ৬ আসনের মধ্যে সব চেয়ে বেশী ভোটার সংখ্যা এই আসনে। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৫৬৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৬৪৯ জন ও নারী ভোটার ২ লাখ ৩২ হাজার ৯১১ জন এবং হিজড়া ভোটার ৩ জন।

মাত্র ১ টি উপজেলা (বাকেরগঞ্জ) নিয়ে বরিশাল-৬ আসন। এই আসনে মোট ভোটার ২ লাখ ৯৫ হাজার ৪৬৪ জন। এদের মধ্যে ১ লাখ ৪৯ হাজার ৫৭৪ জন পুরুষ ও ১ লাখ ৪৫ হাজার ৮৮৭ জন নারী এবং ৩ জন হিজড়া ভোটার রয়েছে।

তিনি আরো বলেন ঘোষিত অনুযায়ী আমরা নির্বাচনের সার্বিক প্রস্তুত চালিয়ে যাচ্ছি। আশা করছি জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সবার সহযোগিতায় একটি
সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।

 

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *