শিরোনাম

বরিশালে নৌকার সমর্থকদের ওপর হামলার অভিযোগ

Views: 45

বরিশাল অফিস :: বরিশাল-৫ (সদর) আসনের ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপনের সমর্থকদের বিরুদ্ধে শুক্রবার দিবাগত রাতে পরিকল্পিতভাবে নৌকার সমর্থকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছেন। গুরুত্বর আহত তিনজনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করেন, নৌকার সমর্থকরা তার নিজ বাড়ির সামনের প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় তার কমপক্ষে ২০ জন কর্মী-সমর্থক আহত হয়েছে। এ সময় গ্রামবাসী দুইজনকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। তবে ঘটনার পর সরজমিন পরিদর্শনে দেখা গেছে, ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরাটি রহস্যজনকভাবে সম্পূর্ন আকাশমুখী অবস্থায় রয়েছে। একই সাথে ট্রাক মার্কার কয়েকজন নারী কর্মীকে অজ্ঞান হবার অভিনয় করতে দেখা যায়। তাদের পাশে বসে অন্যরা সেই নারী কর্মীদের অজ্ঞান হবার অভিনয় চালিয়ে যাবার পরামর্শ দিচ্ছেন।

অপরদিকে নৌকার সমর্থকরা অভিযোগ করেন, ছাত্রলীগের কর্মীদের উপর পরিকল্পিভভাবে নৃশংস হামলার পর পুরো ঘটনা ভিন্নখাতে প্রভাবিত করার জন্য ট্রাক মার্কার প্রার্থী নাটক সাজিয়েছেন। ট্রাকের কর্মীদের হামলা ও মারধরে আহত হয়ে নৌকার তিন কর্মী শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি নৌকার কর্মীদের তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে নৌকার দুই কর্মীকে। হামলায় গুরুত্বর আহতরা হলেন-নৌকার কর্মী মোঃ ফেরদৌস, অভি ও রাফি। মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসীম উদ্দিন জানান, তারা চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম ওরফে ইটালী শহীদের বাড়ি থেকে ফিরছিলেন। পথিমধ্যে সালাহউদ্দিন রিপনের বাড়ির সামনে দিয়ে আসার সময় ট্রাক মার্কার সমর্থকরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়।

স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপন অভিযোগ করেন, নৌকার লোকজনে তার নিজ বাড়ির সামনের প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। হামলায় তার ২০ জন নারী-পুরুষ আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শনিবার বেলা এগারোটার দিকে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপন। তিনি প্রতিটি ভোট কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন। একইসাথে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি করেন।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান জানান, খবর পেয়ে তিনিসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুরো ঘটনাটি তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, দ্বৈত্য নাগরিকত্বের কারণে নিজের প্রার্থীতা হারিয়ে গত বৃহস্পতিবার প্রকাশ্যে ট্রাক মার্কার প্রার্থী সালাহউদ্দিন রিপনকে সমর্থন জানিয়েছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহপন্থী আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর থেকেই উত্যপ্ত হয়ে ওঠে নির্বাচনী মাঠ।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *