শিরোনাম

অনেক দল নির্বাচনে অংশ নিতে প্রস্তুত : ওবায়দুল কাদের

Views: 33

চন্দ্রদীপ নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার পতনের দিবাস্বপ্ন দেখে লাভ নেই। আগামী জাতীয় নির্বাচন হবে অংশগ্রহণমূলক। অনেক দল নির্বাচনে অংশ নিতে প্রস্তুত আছে। বিরোধী দল বলতে তো শুধু বিএনপি নয়।

আজ সোমবার বনানী সেতু ভবনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের তারিখ ঘোষণার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলছেন- নির্বাচনের আগে নিশ্চিতভাবে পরিবর্তন হচ্ছে। হাওয়া থেকে পাওয়া অনেক দিবাস্বপ্ন বিএনপির আছে, তারা দেখেছেও। দিবাস্বপ্ন দিবাস্বপ্নই। কোনো ফল হয়নি। হবেও না। ’নির্বাচনে কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না, প্রধানমন্ত্রীও পদত্যাগ করবেন না- জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কেয়ারটেকার সরকার নো মোর। কোনোভাবেই কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হবে না। প্রধানমন্ত্রীও পদত্যাগ করবেন না।’

তিনি বলেন, মার্কিন যে কংগ্রেসম্যানের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক হয়েছে, সেখানে মার্কিন কেউ তত্ত্বাবধায়ক সরকারের কথা বা শেখ হাসিনার পদত্যাগের কথা বলেনি। ওবায়দুল কাদের বলেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। বিএনপি অরাজকতা সৃষ্টি করে। তারা সমাবেশের নামে হামলা ভাঙচুর করে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *