শিরোনাম

পটুয়াখালীর সকল আসনের ভোটের ফলাফল

Views: 49

মো: আল-আমিন (পটুয়াখালী): শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে পটুয়াখালীর চারটি সংসদীয় আসনের ভোট গ্রহন। অধিকাংশ ভোট কেন্দ্রেই ভোটারের উপস্থিতি ছিল কম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্তিতি ছিল লক্ষ্যনীয়।

পটুয়াখালী-১ (সদর, মিজাগঞ্জ, দুমকী) আসনে মোট প্রার্থী ছিল ৬ জন। মোট ভোট কেন্দ্র রয়েছে ১৫৯ । ৪,৭৩,২৫৭ জন ভোটারের মধ্যে নারী ভোটার রয়েছে ২ লক্ষ ৩৪ হাজার ৭৮৮ জন এবং পুরুষ ভোটার রয়েছে ২ লক্ষ ৩৮ হাজার ৪৬০ জন। এরমধ্যে জাতীয় পাটির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার পেয়েছেন ৮১ হাজার ৫০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাব প্রতীক নিয়ে নাসির উদ্দিন তালুকদার পেয়েছেন ২৬ হাজার ৮৭৪ ভোট। পটুয়াখালী -১ আসনের মহা জোটের প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদার ৫৪ হাজার ৬৩৪ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

পটুয়াখালী-২ (বাউফল উপজেলা) মোট প্রার্থী ছিল ৬ জন। মোট ভোটার ২ লক্ষ ৯৩ হাজার ৩০০ জন। এর মধ্যে নারী ভোটার ১ লক্ষ ৪৩ হাজার ৩৫১ জন এবং পুরুষ ভোটার ১ লক্ষ ৪৯ হাজার ৯৪৮ জন। এ আসনে আ স ম ফিরোজ (নৌকা প্রতীক) পেয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ৩০৯ ভোট । নিকটতম প্রতিদ্বন্দ্বী মহসিন হাওলাদার ( লাংগল প্রতীক) পেয়েছেন ২ হাজার ৯৫৮ ভোট। ১লক্ষ ২১ হাজার ৩৫১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের আ স ম ফিরোজ (নৌকা প্রতীক)।

পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা উপজেলা) আসনে প্রার্থী ছিল চারজন। উক্ত আসনে মোট ভোটার ২ লাখ ৩৮ হাজার ৯৭ জন। এর মধ্যে গলাচিপাতে পুরুষ ভোটার ১ লক্ষ ১৯ হাজার ৭৫১ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ১৮ হাজার ৩৪৬ জন।

অপর দিকে দশমিনাতে পুরুষ ভোটার ৫৭ হাজার ৪০৩ জন এবং মহিলা ভোটার ৫৬ হাজার ৭৭৯ জন। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম শাহজাদা (নৌকা মার্কা) পেয়েছেন: ৯৪ হাজার ৪১৬ ভোট নিকটতম স্বতন্ত্র প্রার্থী লে.জেনারেল (অব:) আবুল হোসেন (ঈগল মার্কা) পেয়েছেন ৫৯ হাজার ২৪ ভোট। মোট ৩৫ হাজার ৩ শ ৯২ ভোট বেশি পেয়ে নৌকা মার্কার প্রার্থী এসএম শাহজাদা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাংগাবালী উপজেলা) প্রার্থী ছিল ৬ জন। মোট ভোটার ২ লক্ষ ৯০ হাজার ২৩৮ জন। এরমধ্যে নারী ভোটার ১ লক্ষ ৪৩ হাজার ৪২২জন এবং পুরুষ ভোটার ১ লক্ষ ৪৬ হাজার ৮১৩ জন। এ আসনে মহিব্বুর রহমান মহিব (নৌকা প্রতীক) পেয়েছেন ৬০ হাজার ৭৫৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান (ঈগল প্রতীক) পেয়েছেন ৪২ হাজার ৮১ ভোট। ১৮ হাজার ৬৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মহিব্বুর রহমান মহিব (নৌকা প্রতীক)।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *