মো: আল-আমিন (পটুয়াখালী): জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে একটি মহাজোট প্রার্থী ও জাতীয় পার্টির এবং ৩টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে জেলা রিটার্নিং কর্মকর্তা নাম ঘোষণা করেছেন।
সোমবার দুপুরে জেলা পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন পরবর্তী ফলাফল ও সামগ্রিক বিষয় নিয়ে আয়োজিত প্রেসব্রিফিং এ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ নূর কুতুবুল আলম বিজয়ীদের নাম, নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী ও তাদের ভোটোর পরিসংখ্যান তুলে ধরেন।
জেলা প্রশাসক জানান, জেলায় মোট ভোটার ছিল ১৪ লক্ষ ৯ হাজার ৫৩০ জন এর মধ্যে ভোট দিয়েছেন ৫ লক্ষ ৯ হাজার ৭৬ টি ভোট, যা মোট ভোটের শতকরা ৩৬ শতাংশ।
প্রেসব্রিফিং এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, জেলায় ২/১টি বিছিন্ন ছোট খাটো তুচ্ছ ঘটনা ছাড়া, সুষ্ঠু ও শান্তি পূর্ণ এবং নিরেপক্ষ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এরপরও সকল ঘটনা, দূর্ঘটনা এবং অভিযোগ আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইননানুক ব্যবস্থা গ্রহণ করবো। যেকোন বিষয়ে লিখিত অভিযোগ প্রদানের জন্যও অনুরোধ জানান জেলা রিটানিং অফিসার।