বরিশাল অফিস :: বরিশাল মুলাদীতে এজাহার থেকে আসামির নাম বাদ না দেওয়ায় হত্যার ৭ দিনেও মামলা নিচ্ছে না পুলিশ। উপজেলার টুমচর গ্রামের রুবেল শাহ হত্যার এজাহার থেকে খালেকুজ্জামান হিরন, মনিরুজ্জামান হাওলাদার এবং কাওসার হাওলাদারের নাম বাদ না দেওয়ায় মঙ্গলবার দুপুর পর্যন্ত মামলা করতে পারেননি নিহতের স্ত্রী ইউপি সদস্য নারগিস বেগম। কয়েকবার থানায় গিয়েও মামলা করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।
নারগিস বেগমের অভিযোগ, হত্যাকাণ্ডে জড়িত ৩ ব্যক্তিকে বাদ দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা করতে নির্দেশ দিয়েছেন।
তবে মুলাদী থানার ওসি মো. জাকারিয়ার দাবি, ন্যায়বিচারের স্বার্থে হত্যার ঘটনায় জড়িত প্রকৃত দোষী ব্যক্তিদের নামে মামলা দিতে বলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের টুমচর গ্রামের রুবেল শাহকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ তয়কা গ্রামের মোতালেব রাড়ীর ছেলে আবদুর রহিম রাড়ীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।
নিহতের স্ত্রী নারগিস বেগম জানান, রুবেল শাহ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে কাজ করতে ৩১ ডিসেম্বর নরসিংদী থেকে বাড়ি আসেন। ৩ জানুয়ারি সকালে তিনি বাড়ি থেকে জাগরণী বাজারে যাওয়ার পথে পূর্বশত্রুতার জেরে শান্তিচুক্তির শর্ত ভেঙে ৩৫-৪০ জন লোক রামদা, চাপাতি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। ওই ঘটনায় ৩৫ জনকে আসামি করে গত ৬, ৭ ও ৮ জানুয়ারি থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।
তিনি জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাহার থেকে খালেকুজ্জামান হিরন, মনিরুজ্জামান হাওলাদার এবং কাওসার হাওলাদারের নাম বাদ দিতে বলেছেন। কিন্তু তারা রুবেল শাহ হত্যায় জড়িত ছিলেন। ওই আসামি বাদ না দিলে পুলিশ মামলা নেবে না বলে জানিয়েছে। বিষয়টি বরিশাল পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, রুবেল শাহকে কুপিয়ে হত্যার বিষয়টি খালেকুজ্জামান হিরন প্রথমে পুলিশকে অবহিত করেছিলেন। মনিরুজ্জামান হাওলাদারেরর ঢাকায় অবস্থানের বিষয়ে প্রমাণ রয়েছে। ন্যায়বিচারের স্বার্থে নিহতের স্ত্রীকে প্রকৃত দোষীদের নামে মামলা করতে বলা হয়েছে।
বরিশাল পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, হত্যার ঘটনায় শত্রুতার জেরে ভোটার তালিকা দেখে আসামি দিয়ে মামলা করলে বাদীর ন্যায়বিচার বিলম্বিত হতে পারে। রুবেল শাহ হত্যার ঘটনায় আজ-কালের মধ্যে মামলা করা হবে।