শিরোনাম

কোলকাতা থেকে ফিরতিযাত্রা শুরু করল ‘এমভি রাজারহাট-সি’

Views: 49

বরিশাল অফিস :: বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় নৌপথে বেসরকারী প্রমোদতরী ‘এমভি ভি রাজারহাট-সি’ দ্বিতীয় যাত্রায় ফিরতি ট্রিপে অর্ধ শতাধিক যাত্রী নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় কোলকাতা ত্যাগ করেছে।

‘কার্নিভাল ক্রুজ শিপিং লাইন্স’র পরিচালক ইমরান খান রাসেল মঙ্গলবার সন্ধ্যায় ইনকিলাবকে জানান, গত ২৭ ডিসেম্বর ঢাকা থেকে যাত্রা করে বরিশাল হয়ে ৩০ ডিসেম্বর সকালে কোলকাতার বাবু ঘাটে পৌছে তাদের নৌযানটি। সুন্দরবনের গহীন এলাকা হয়ে ২৮ ডিসেম্বর ভারত-বাংলাদেশ সীমান্তের অংটিহারাতে কাস্টমস ও ইমিগ্রেশন সম্পন্ন করে ঐদিন দুপুরে ভারতে প্রবেস করে কোলকাতার উদ্দেশ্যে যাত্রা করে। পরদিন ভোরে সেখানের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে যাত্রীরা অবতরন করেন।

নৌযানটি ফিরতি যাত্রায় ৩ জানুয়ারী কোলাকাতা থেকে রওয়ানা হবার কথা থাকলেও ননা কারণে তা সম্ভব হয়নি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক। ১১ জানুয়ারী সন্ধ্যা নাগাদ এমভি রাজারহাট-সি ঢাকা পৌছতে পারে বলে জানা গেছে। চলতি মাসেই নৌযানটির কোলকাতার উদ্দেশ্যে তৃতীয় যাত্রার আয়োজন করা হবে বলেও জানা গেছে।

এরআগে গত ২৯ নভেম্বর ঢাকা থেকে এবং ৪ ডিসেম্বর কোলকাতা থেকে বিপুল সংখ্যক যাত্রী নিয়ে ২১০ ফুট দীর্ঘ বিলাসবহুল বেসরকারী নৌযান ‘এমভি রাজারহাট-সি’ প্রায় ১শ যাত্রী নিয়ে তার প্রথম অঅন্তঃদেশীয় যাত্রী পরিবহন সাফল্যের সাথে সম্পন্ন করে।

বিলাসবহুল এ নৌযানটিতে ঢাকা থেকে কোলকাতার একক পথে ৪০% রেয়াত দিয়ে ভ্রমন কর সমেত সিঙ্গেল স্লিপারের ভাড়া ৬ হাজার ও ডবল স্লিপার ১০ হাজার ২শ’ টা। এছাড়া একক শয্যার কক্ষ ১২ হাজার, দ্বৈত শয্যার কক্ষ ২০ হাজার ৪শ’, ফ্যামিলি কেবিন ২৫ হাজার ২শ, ভিআইপি কেবিন ৩০ হাজার ও প্রিমিয়াম ভিআইপি কেবিন ৫০ হাজার ৪শ’ টাকা নির্ধারন করা হয়েছে। রিটার্ন টিকেটধারীদের জন্য নৌযানটিতেই থাকার সুবিধা রয়েছে। পাশাপাশি যাত্রীদের জন্য ক্যাফেটরিয়া থেকে নির্ধারিত মূল্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হচ্ছে।

পরিবার নিয়ে ভ্রমণ কারীদের সাথে থাকা অনুর্ধ্ব ১০ বছরের দুই বাচ্চার জন্য ভ্রমন কর পরিশোধ সাপেক্ষে বিনা মাসুলে ভ্রমনেরও সুযোগ রয়েছে।

১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর পাক-ভারত যুদ্ধের দিন বন্ধ হয়ে যাবার প্রায় ৭০ বছর পরে দুই দেশের সরকার প্রধানের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭২ সালের নৌ প্রটোকল অনুযায়ী ২০১৯-এর মার্চে রাষ্ট্রীয় বিআইডিব্লউটিসি তার ‘এমভি মধুমতি’ যাত্রীবাহী নৌযানের সাহায্যে ঢাকা-কোলকাতা-ঢাকা রুটে একটি পরিক্ষামূলক যাত্রী পরিচালন সম্পন্ন করলেও পরে বিষয়টি নিয়ে আর কোন অগ্রগতি হয়নি।

এসব কিছু বিবেচনায় নিয়ে বেসরকারী ‘কার্ণিভাল ক্রুজ’ তাদের বিলাসবহুল নৌযানটির সাহায্যে গত নভেম্বরে ঢাকা-বরিশাল-কোলকাতা রুটে বানিজ্যিক ভিত্তিতে যাত্রী পরিবহন শুরু করে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *