মো: আল-আমিন (পটুয়াখালী): জেলার চারটি আসনের তিনটিতে আওয়ামী লীগ ও অপরটিতে মহাজোটের প্রার্থীরা বিপুল ভোটে জয় পেয়েছেন।
এসব আসনে ২২ জন প্রার্থীর মধ্যে পরাজিত ১৫ প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।
এর মধ্যে পটুয়াখালী সদরে চারজন, বাউফলে তিনজন, গলাচিপায় চারজন, কলাপাড়ায় চারজন।
পটুয়াখালী জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সরবরাহ করা ফলাফলে বিশ্লেষণে এসব তথ্য দেখা গেছে। এর মধ্যে পটুয়াখালী-১, পটুয়াখালী-২ ও পটুয়াখালী-৩ আসনেই ছিল হেভিওয়েট প্রার্থীরা। জামানত হারানোদের প্রাপ্ত ভোটের চিত্র অত্যান্ত করুন। নির্বাচনী আইন অনুসারে প্রদত্ত ভোটের ৮ শতাংশ না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। প্রার্থীরা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার সময় এই জামানত জমা দেন।