শিরোনাম

বাউফলে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

Views: 51

মো: আল-আমিন (পটুয়াখালী): আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা এলাকায় আসাদুল তালুকদার (৩৭) নামে এক ব্যবসায়ীকে বুধবার রাতে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আসাদুল নাজিরপুর ইউনিয়নের নিমদী গ্রামের মো. মানিক হোসেন তালুকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ছয়হিস্যা বাজারে সার ও কীটনাশকের ডিলারশিপ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে আসাদুলের। বুধবার রাতে ওই প্রতিষ্ঠান বন্ধ করে আসাদুল তার এক আত্মীয়কে নিয়ে অটোগাড়িতে করে বাড়ি ফিরছিলেন। রাত সোয়া সাতটার দিকে জব্বার তালুকদার বাড়ির সামনে পৌঁছালে স্থানীয় শামিম গাজীর (২৭) নেতৃত্বে আট-দশজনের একটি দল অটোগাড়ির গতিরোধ করে আসাদুলকে জোরপূর্বক টেনে-হেচড়ে উঠিয়ে নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

আহত আসাদুল অভিযোগ করেছেন, ২০২২ সালের নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সমর্থন করেন। স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হন। এ নিয়ে স্থানীয়ভাবে নৌকার কয়েক কর্মীর সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জেরে এর আগেও কয়েক দফায় তার ওপর হামলা হয়েছে এবং তার সব্জির খেতের শতাধিক পেঁপে ও লাউ গাছ কেটে অনেক ক্ষতি করেছে। এবার তাকে মেরে ফেলার জন্য উঠিয়ে নিয়ে পিটিয়ে ও কুপিয়েছে। হামলাকারীরা তার সঙ্গে থাকা প্রায় ৪৮ হাজার টাকা ও দুটো মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে।

এ বিষয়ে জানার জন্য শামিমের বাড়িতে গিয়েও পাওয়া যায়নি। তার বড় ভাই মো. জাকির গাজী বলেন,‘এ বিষয়ে তারা কিছুই জানেন না।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন,‘খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠিয়েছেন। আহত ব্যক্তির চিকিৎসা চলছে। এ বিষয়ে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *