শিরোনাম

বরিশাল ল কলেজে হামলার ঘটনায় ৪৮ জনের নামে মামলা

Views: 41

বরিশাল অফিস :: বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়ে (ল কলেজ) ঢুকে শিক্ষক ও ছাত্রদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলায় ছাত্রলীগ কর্মীসহ তিনজনের নাম এবং অজ্ঞাতনামা ৪৫ জনকে আসামি করা হয়েছে।

বরিশাল কোতয়ালী মডেল থানায় গতকাল বুধবার রাতে এ মামলাটি দায়ের করেন কলেজ অধ্যক্ষ মোস্তফা জামাল খোকন। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক।

ওসি বলেন, বরিশাল ল কলেজের অধ্যক্ষ মোস্তফা জামাল খোকন বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন। মামলায় ছাত্রলীগ কর্মী আরিফুর রহমান অপু, আজিমসহ তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও ৪৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার সন্ধ্যায় নগরীর হাসপাতাল রোডে ল কলেজ ক্যাম্পাসে হামলার ঘটনা ঘটে। তখন ছাত্রলীগ নেতা আরিফ হোসেন অপুর নেতৃত্বে ছাত্রদল নেতা আজিমসহ একদল যুবক কলেজে প্রবেশ করে গভর্নিং বডির সভাপতি, অধ্যক্ষ, অধ্যাপকসহ ছয়জনকে আহত করা হয় বলে অভিযোগ রয়েছে।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *