মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় পুকুর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা।
শুক্রবার সকালে মিঠাগঞ্জ ইউনিয়নের আরামগঞ্জ গ্রামে বাড়ির পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করে।
নিহত তরুণী হাফসা বেগম (১৮) ওই গ্রামের হাফেজ মাতুব্বরের মেয়ে।
নিহতের পিতা জানান, ভোর ছয়টার দিকে হাফসা অজু করতে পুকুরের ঘাটে যায়। এরপর আর তাকে দেখা যায়নি। কিছুক্ষণ পর হাফসার মা পুকুর পাড়ে গেলে কন্যার ডুবন্ত দেহ দেখতে পায়। এসময় তিনি চিৎকার করলে প্রতিবেশী ও স্থানীয়রা পুকুরে নেমে হাফসার মরদেহ উদ্ধার করে। নিহত হাফসা শিশুকাল থেকেই মৃগী রোগী ছিলেন বলেও জানান তিনি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অজু করতে গিয়ে পুকুরে পড়ে ডুবে হাফসার মৃত্যু হয়েছে বলে তারা ধারণা করছেন।
তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।