বরিশাল অফিস :: গত এক বছরের মধ্যে প্রথম গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের সরকারী কোন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়নি। বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘন্টায়। সর্বশেষ রাত দশটা পর্যন্ত কোন আক্রান্ত রোগী ভর্তি হয়নি।
শুক্রবার(১২ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালন ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল তিনি বলেন, গত এক বছরের মধ্যে এই প্রথম বরিশাল বিভাগের ৬ জেলার হাসপাতাল ও দুইটি মেডিকেল কলেজ হাসপাতালে কোন রোগী ভর্তি হয়নি। মুলত গত এক মাস ধরে ডেঙ্গু রোগে আক্রান্ত কমতে শুরু করে। জানুয়ারীতে এসে রোগী ভর্তির সংখ্যা এক ডিজিটে চলে আসে।
তিনি বলেন, ২০২৩ সালের ১ জানুয়ারী থেকে ২০২৪ সালের ১২ জানুয়ারী পর্যন্ত বিভাগের হাসপাতালে মোট ৩৮ হাজার ১০৯ জন রোগী ভর্তি হয়। এর মধ্যে ৩৭ হাজার ৮৭৭ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ২০৯ জন রোগী। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৩ জন।