বরিশাল অফিস :: ইটভাটার জন্য নদী তীরের মাটি কেটে নেওয়ার অপরাধে বরিশালের বাবুগঞ্জে ১৫ শ্রমিককে আটক করা হয়েছে। তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করা হয়।
বাবুগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের জাম্বিয়া খাতুন মাদ্রাসা ও কাশিগঞ্জ বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদের তীরে অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসনের এ অভিযানে নদী তীর থেকে মাটি কাটা অবস্থায় তিনটি ট্রলারসহ ১৫ জনকে হাতেনাতে আটক করা হয়।
এরা হলেন-সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বাসিন্দা আমিরুল ইসলাম (২৩), বাবুল গাইন (২৭), সিরাজুল ইসলাম (৩৬), মনিরুল সরদার (৪০), জাকির গাজী (২৫), শাহিন সরদার (৩৬), আসাদুল (৩৫), ইয়াকুব (৩০), নজরুল ইসলাম (৪৫), রায়হান সরদার (৪০), মনিরুল ইসলাম (৪২), আল আমিন (৩৪), আসাদুল(৩৬) ও ইউনুচ (৫১), অজিয়র (৩৫)।
শ্রমিকরা জানান, তারা বাবুগঞ্জের ফাতেমা ব্রিক্সের হয়ে কাজ করছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শাকিলা রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি জানান, আটক ১৫ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে সাত লাখ টাকা জরিমানা করা হয়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুসারে এ জরিমানা করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমান।
এদিকে অভিযানে আটক তিনটি ট্রলারকে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বাবুগঞ্জ থানা পুলিশের সদস্যরা।