শিরোনাম

সফলতার দশ বছরে পবিপ্রবিতে প্রফেশনাল এমবিএ

Views: 42

মো: আল-আমিন (পটুয়াখালী): দেশের দক্ষিণাঞ্চলে ‘পটুয়াখালী কৃষি কলেজ’-এর ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ এ রূপান্তর শিক্ষাক্ষেত্রে এক বৈপ্লবিক উদ্যোগ। এটি দক্ষিণাঞ্চলের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় যার প্রধান লক্ষ্যই ছিল এই গ্রামীণ অঞ্চলে বসবাসকারী সুবিধাবঞ্চিত ও অবহেলিত জনগোষ্ঠীর জন্য উচ্চশিক্ষার দুয়ার খুলে দেওয়া। বিভিন্ন অনুষদ, বিভাগ, প্রোগ্রাম সমন্বিতভাবে চালু করার কারণে সম্প্রতি উচ্চ শিক্ষার ক্ষেত্রে উন্নয়রের পথ আরও বেগবান হয়েছে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদ (বিবিএ) প্রতিষ্ঠিত হয় ২০০৩ সালে। বর্তমানে অনুষদটিতে ৬টি বিভাগের অধীনে সর্বমোট ২৫ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত আছেন। অনুষদের ৬ টি বিভাগের মাঝে ৪টি বিভাগ (ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম) থেকে নিয়মিত স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ২০১৪ সালে প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম প্রোগ্রাম চালু হয়। বর্তমানে এ প্রোগ্রামটি সফলতার দশ বছর পেরিয়ে ১১ বছরে পদার্পন করেছে। ২০১৪ সালের জানুয়ারি মাস থেকে চালু হওয়া পবিপ্রবির প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম (যার পূর্বনাম-ইএমবিএ) থেকে এ পর্যন্ত ৪১২ জন শিক্ষার্থী এমবিএ ডিগ্রি অর্জন করেছে। বর্তমানে প্রফেশনাল এমবিএ প্রোগ্রামে ৮০ জন শিক্ষার্থী বিভিন্ন বর্ষে ও মেজরে অধ্যয়নরত আছেন।

৪র্থ সেমিস্টারে অধ্যয়নরত ছাত্র সাদমান ফয়জুল বলেন, ‘বর্তমানে চাকরির বাজারে কোনো ভালো চাকরির জন্যে যে সকল শর্ত দেওয়া থাকে, তার মাঝে শুরুতেই থাকে এমবিএ ডিগ্রির আবশ্যকতা। কাজের ক্ষেত্রে এ ডিগ্রি প্রতিনিয়ত নতুন মাত্রা যোগ করে আসছে।’

এমবিএ ডিগ্রী প্রাপ্ত সাবেক শিক্ষার্থী ওমর ফারুক জানায়, ‘এ প্রোগ্রাম পেশাগত জীবনে খুবই কার্যকরী ভূমিকা পালন করছে।’

প্রোগ্রামটির দশ বছর পূর্তিতে ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন ও প্রফেশনাল এমবিএ প্রোগ্রামের সাবেক ডিরেক্টর প্রফেসর মো. জাকির হোসেন বলেন, ‘প্রফেশনাল এমবিএ প্রোগ্রামটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ব্যবসায় শিক্ষা ও কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিসহ গত ১০ বছর ধরে নানাবিধ যুগপযোগী চাহিদা পূরণ করে আসছে।’

ব্যবসায় প্রশাসন অনুষদের বর্তমান ডিন ও প্রফেশনাল এমবিএ প্রোগ্রামের উপদেষ্টা প্রফেসর আবুল বাশার খান বলেন, ‘প্রোগ্রামটি বিশ্ববিদ্যালয়ের পরিচিতি বৃদ্ধি করেছে। পাশাপাশি ডিগ্রিধারী শিক্ষার্থীদের জ্ঞান, পেশাদারিত্ব ও অভিজ্ঞতা বৃদ্ধিতে সহয়তা করছে।’

‘প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম’ প্রশাসনিক কমিটির সদস্য মো. মমিন উদ্দিন বলেন, ‘এসডিজি-৪ কে মাথায় রেখে এ প্রোগ্রামটি পরিচালিত হচ্ছে। এখানে বিভিন্ন পেশা ও পর্যায়ে কর্মরত ব্যক্তিরা তাদের পেশাগত উন্নতির লক্ষ্যকে সামনে রেখে প্রফেশনাল এমবিএ করেছেন এবং করছেন। এমবিএ ডিগ্রি প্রাপ্ত সাবেক শিক্ষার্থী যারা বরিশাল বিভাগে কর্মরত ছিলেন তাদের অধিকাংশের ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, কুয়েট এবং অন্যান্য নামকরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। এতে স্পষ্ট প্রতীয়মান হয়, পবিপ্রবির প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম কোয়ালিটি সম্পন্ন এবং লিডারশিপ গঠনের একটি আকর্ষণীয় প্লাটফর্ম।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ‘প্রফেসনাল এমবিএ প্রোগ্রামটা চাকরিজীবীদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করছে। চাকরিরত অবস্থায় দক্ষতার বৃদ্ধির জন্য এ প্রোগ্রাম চালু থাকা দরকার।’

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *