মো:আল-আমিন, পটুয়াখালী: কুয়াশার ঘনত্ব কিছুটা কমলেও পটুয়াখালীতে তীব্র শীতের সঙ্গে বইছে হিমেল বাতাস। তবে শীত উপেক্ষা করে কুয়াকাটা সমুদ্র সৈকতের বিভিন্ন পর্যটন স্পটগুলো ঘুরে বেরাচ্ছেন ভ্রমণে আসা পর্যটকরা। আগত পর্যটকদের সেবা দিতে ব্যস্ত সময় পার করছে ব্যবসায়ীরা।
ঢাকা থেকে ভ্রমণে আসা পর্যটক সিয়াম বলেন, শীতে ঘুরতে ভালো লাগে। এতে অন্যরকম একটি ভালো লাগা কাজ করে। শীতের সমুদ্র সৈকত সত্যি অন্য রকম।
রাজশাহী থেকে আসা মুনতাসির বলেন, পরিবার নিয়ে প্রথমবারের মতো কুয়াকাটা ভ্রমণে এসেছি। আশার পর সত্যি ভালো লাগছে। তবে বিচটা একটু নোংরা মনে হলো, পরিষ্কার হলে ভালো হতো।
সৈকতে ঝিনুক বিক্রেতা মো. শামিম বলেন, দীর্ঘ এক মাস পরে গতকাল থেকে সৈকতে কিছু পর্যটক আসছে। আগত পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পেলে ব্যবসা ভালো হতো। বিদেশি পর্যটকরা এলে বিক্রি ভালো হয়।
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, জাতীয় নির্বাচনের পরে পর্যটক বৃদ্ধি পাচ্ছে। সামনের দিনে পরিবেশ ভালো থাকলে পর্যটকের সংখ্যা আরও বৃদ্ধি পাবে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. হাসনাইন পারভেজ বলেন, আগত পর্যটকদের নিরাপত্তা দিতে মাঠ পর্যায়ে কাজ করছে পুলিশ সদস্যরা।
পটুয়াখালী আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখি বলেন, শনিবার জেলায় সর্বনিম্ন ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিলো ৯৩ শতাংশ।