Views: 42
বরিশাল অফিস :: বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদীর কাঠেরচর এলাকা থেকে ছয়টি অবৈধ বেহুন্দী জাল জব্দ করা হয়েছে।
রোববার (১৪ জানুয়ারী) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য অধিদপ্তরের অভিযানে ছয় লাখ টাকা মূল্যের ছয়টি অবৈধ বেহুন্দী জাল জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেছেন বাবুগঞ্জ উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
পরবর্তীতে জব্দ জাল উপজেলা প্রশাসনের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। দেশীয় প্রজাতের মাছ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।