শিরোনাম

দশমিনায় ‘মিথ্যাচারের’ প্রতিবাদে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

Views: 45

 

মো:আল-আমিন, পটুয়াখালী : স্বতন্ত্র প্রার্থী সাবেক বিজিবি প্রধান লে. জেনারেল (অব.) আবুল হোসেন পরাজিত হয়ে পটুয়াখালী-৩ আসনে (দশমিনা) নৌকার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। এমন অভিযোগ তুলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে দশমিনা উপজেলা আওয়ামী লীগ।

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আবুল কালাম লিখিত বক্তব্যে স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানান, ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এসএম শাহজাদা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়। এ বিজয়ে ঈর্ষান্বিত হয়ে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী লে. জেনারেল (অব.) আবুল হোসেনের কর্মী-সমর্থকরা উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছেন। গত ১০ই জানুয়ারি স্বতন্ত্র প্রার্থীর সমর্থক দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট ইকবাল মাহামুদ লিটনের বাসভবনে সংবাদ সম্মেলন করে বিভিন্ন ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মারধর ও হুমকি-ধমকির যে বর্ণনা দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা। আমরা এ ধরনের মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ঈগলের কর্মী-সমর্থকদের ওপর হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা অস্বীকার করে বলেন, উল্টো ঈগলের কর্মী-সমর্থকরা পরাজিত হয়ে উপজেলার বিভিন্ন স্থানে নৌকার সমর্থক নেতাকর্মীদের মারধর ও হুমকি ধমকি দিচ্ছেন।

এসময়ে উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাবিবুর রহমান মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম রায় , উপদেষ্টামণ্ডলীর  সদস্য ফোরকান সিকদারসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ ব্যাপারে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন  জানান, একটা পরিস্থিতিতে দলীয় সভানেত্রী শেখ হাসিনা নির্বাচনটা উন্মুক্ত করে দিয়েছেন, তাই জানুয়ারির ৭ তারিখে নির্বাচন শেষে সকল দলাদলি ও বিভেদ শেষ হয়ে গেছে। এখন এটাকে জিইয়ে রেখে দলের মধ্যে কেউ সংঘাত হানাহানির অপচেষ্টা অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *