বরিশাল অফিস :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ীসহ বরিশালের একই আসনে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন চারজন সংসদ সদস্য। তারা হলেন, বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার মার্কার প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, পটুয়াখালী-৩ আসনে আওয়ামী লীগের এসএম শাহজাদা, পটুয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের মহিব্বুর রহমান মহিব ও পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের শ. ম রেজাউল করিম।
এরমধ্যে বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম নৌকা প্রতীক নিয়ে ৯৭ হাজার ৭০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী মোঃ সালাহউদ্দিন রিপন ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৩৭০ ভোট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাহিদ ফারুক শামীম নির্বাচিত হওয়ার পর দ্বিতীয়বারের মতো পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে জেলা আওয়ামী লীগের সদস্য নৌকা প্রতীকের প্রার্থী এসএম শাহজাদা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯৪ হাজার ৪১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিজিবির সাবেক মহাপরিচালক মেজর (অব.) আবুল হোসেন পেয়েছেন ৫৯ হাজার ২৪ ভোট।
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে জেলা আওয়ামী লীগের সদস্য নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব ৬০ হাজার ৮৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তিনবারের সাবেক এমপি মোঃ মাহবুবুর রহমান তালুকদার পেয়েছেন ৪৮ হাজার ৫৭৬ ভোট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা দ্বিতীয়বারের নির্বাচিত অধ্যক্ষ মুহিব্বুর রহমান মহিব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
পিরোজপুর-১ আসনে আবারো বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ. ম রেজাউল করিম। তিনি পেয়েছেন ৮৫ হাজার ৪১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল পেয়েছেন ৭৫ হাজার ৪৮৭ ভোট। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলেও এবার মন্ত্রীত্ব পাননি শ. ম রেজাউল করিম।