বরিশাল অফিস :: ঝালকাঠি জেলা শহরের কৃষ্ণকাঠি এলাকার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রিপন মল্লিকের (৫০)পরকীয়া প্রেমিকা শিরিন হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় আওয়ামী লীগ নেতা রিপনের প্রতিবেশী সৌদি প্রবাসী কামাল হোসেনের স্ত্রী শিরিন আক্তারের ঘরে রিপনের মরদেহ উদ্ধার করেছ পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন, ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. মুহিতুল ইসলাম তিনি বলেন, আমাদের কাছে মনে হচ্ছে, এটি হত্যাকাণ্ড। এ ঘটনার সঙ্গে পরকীয়ার কোনো কারণ থাকতে পারে। ৯৯৯-এর মাধ্যমে তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় প্রেমিকা শিরিন বেগমকে আটক করেছে পুলিশ।
নিহত রিপন মল্লিক পৌর এলাকার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তিনি ওই এলাকার মৃত আবদুল মল্লিকের ছেলে।