শিরোনাম

বরিশালে শ্রমিক নেতাকে কুপিয়ে জখম

Views: 39

বরিশাল অফিস :: নগরীর রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুমন মোল্লাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজনে। কোতয়ালি মডেল থানাধীন বসুন্ধরা হাউজিংয়ের নিজ বাসার সামনে মঙ্গলবার দিবাগত রাতে ১০/১২ জন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে আহত সুমন মোল্লাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক নেতা সুমন মোল্লা অভিযোগ করে বলেন, মঙ্গলবার দিবাগত রাতে তার ওপর হামলায় স্থানীয় ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুলতান মাহমুদ জড়িত। তার (কাউন্সিলর) সহযোগিরাই পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশে কুপিয়ে জখম করেছে।

তবে সুমন মোল্লার অভিযোগ পুরোপুরি অস্বীকার করে ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুলতান মাহমুদ বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। হামলার বিষয়ে আমি কিছুই জানিনা। তাছাড়া এ হামলার সাথে আমার কোন লোক জড়িত নেই। কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিচুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো।

তাৎক্ষণিকভাবে ঘটনার সাথে কারা জড়িত তা নিশ্চিত হওয়া না গেলেও সুমন হামলাকারী কয়েকজনের নাম বলেছেন। ওসি আরও বলেন, এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *