বরিশাল অফিস :: ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্থ হয়ে পড়েছে পিরোজপুরের জনজীবন। গত কয়েকদিন ধরে তাপমাত্রা অনেক কম থাকায় ভোগান্তিতে সাধারণ মানুষ। দুপুর ১২ টায়ও দেখা মিলছে না সূর্যের আলো।
শহরের রাস্তাঘাটে সাধারণ মানুষের উপস্থিতি অনেক কম। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কমে গেছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এমনকি যানবাহনেও যাত্রীদের তেমন কোন আনাগোনা ছিলো না। বিভিন্ন জায়গায় সাধারণ মানুষদের আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে।
বুধবার (১৭ জানুয়ারি) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রী সেলসিয়াস। তবে আজ দু’দিন পর্যন্ত তেমন কোন কুয়াশা না থাকলেও শীতের তীব্রতা ছিলো বেশি। জেলার হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়াসহ শীত জনিত রোগীর সংখ্যা। পিরোজপুর জেলা হাসপাতাল একশত শয্যার হলেও সেখানে রোগী ভর্তি আছে প্রায় দুইশত।