শিরোনাম

এমপি-ওসি সেজে সরকারি দপ্তরে ফোন করে গালমন্দ, টাকা দাবি

Views: 41

 

মো:আল-আমিন, পটুয়াখালী: পটুয়াখালীর দশমিনায় ওসির নাম ভাঙিয়ে সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন ব্যক্তিকে হুমকি-ধমকি দিয়ে টাকা দাবি করছে প্রতারক চক্র। টাকা দিতে অস্বীকৃতি জানালে করা হচ্ছে অকথ্য ভাষায় গালমন্দ।

অন্যদিকে পটুয়াখালী-৩ আসনের এমপি এসএম শাহজাদার পরিচয় দিয়ে হজে নেওয়ার কথা বলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কাছে মোটা টাকা দাবি করা হচ্ছে। অনেকে প্রভাবিত হয়ে প্রতারক চক্রের বিকাশ বা নগদে পাঠিয়ে দিচ্ছেন টাকাও। পরে প্রতারক চক্রের সেসব নাম্বারে ভুক্তভোগী ফোন দিলে পাচ্ছেন বন্ধ বা হুমকি-ধমকি।

তবে এমপি বলছেন, প্রতি বছরই এমন ঘটনা ঘটছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে কর্মরত সুজানা বলেন, দশমিনা থানার ওসি পরিচয় দিয়ে তাকে ফোন করে টাকা দাবি করা হয়।
একই অফিসের মো. বশির বলেন, নগদের ২০ হাজার টাকার একটি ভুয়া ম্যাসেজ তার ফোনে পাঠিয়ে ওসি পরিচয় দিয়ে তাকে ফোন করা হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে তুইতুকারি করে ২০ হাজার টাকা ফেরত চেয়ে গালমন্দ করা হয়।
তিনি বলেন, একইভাবে বিভিন্ন সরকারি দপ্তরে ফোন করে একইভাবে হুমকি-ধমকি ও গালমন্দ করা হচ্ছে।

দশমিনা থানার ওসি মো. নূরুল ইসলাম মজুমদার বলেন, একটি নম্বর থেকে প্রতারক চক্র ফোন করে টাকা দাবি করছে। একজন উপসহকারী কৃষি কর্মকর্তার কাছ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। থানায় একটি ডায়েরি হয়েছে এবং প্রতারককে ধরার চেষ্টা চলছে। তিনি সবাইকে সতর্ক থাকার আহবান জানান।

এমপি এসএম শাহজাদা বলেন, আমার নাম ভাঙিয়ে শিক্ষকদের ফোন করে হজে নেওয়ার কথা বলে টাকা দাবি করা হচ্ছে। প্রায় প্রতি বছরই প্রতারকরা এমন ঘটনা ঘটাচ্ছেন। তিনি সবাইকে সতর্ক এবং কাউকে টাকা না দেওয়ার অনুরোধ জানান।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *