মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে বুধবার থেকে শনিবার (১৮- ২০ জানুয়ারি) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
পটুয়াখালী পল্লী বিদ্যুতের এজিএম (ও অ্যান্ড এম) প্রকৌশলী গগন সাহা এ তথ্য জানান।
জানা যায়, ৩৩ কেভি বিদ্যুতের সার্কিটের আন্ডার সাইজ তার ও কন্ডাক্টর (৭৮ স্প্যান, লোহালিয়া – কাশিপুর) পরিবর্তনের জন্য এমন প্রদক্ষেপ নেওয়া হয়েছে। কারিগরি প্রয়োজনে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। সেজন্য বিদ্যুৎ বিতরণ লাইন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাসহ, বিদ্যুৎ এর সংশ্লিষ্টতা আছে এমন যেকোনো কাজ থেকে বিরত থাকার জন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন পটুয়াখালী পল্লী বিদ্যুতের এজিএম (ও অ্যান্ড এম) প্রকৌশলী গগন সাহা।