মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর মির্জাগঞ্জে দন্ডপ্রাপ্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
ঢাকার উত্তরা থেকে তাদেরকে গ্রেফতার করে পরদিন পটুয়াখালী কারাগারে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মজিদবাড়িয়া ইউনিয়নের সত্তার হাওলাদারের ছেলে শাকিল হাওলাদার এবং সুবিদখালীর আবদুল গনি মাস্টারের ছেলে গিয়াস মাহমুদ।
পুলিশ জানায়, আসামী শাকিল হাওলাদারকে ২০১৮ সালে বেতাগী থানায় দায়েরকৃত মাদক মামলায় এক বছর এবং অপর আসামী গিয়াস মাহমুদকে ২০১৭ সালে ঢাকা কোর্টে দায়েরকৃত এন আই অ্যাক্টথর মামলায় এক বছর সাজা প্রদান করে আদালত। তারপর থেকে ওই দুই আসামী পলাতক ছিলেন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ওই দুই আসামীকে ঢাকা থেকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।