শিরোনাম

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আ. রশিদ হাওলাদারের দাফন

Views: 56

বরিশাল অফিস :: বরগুনার তালতলী অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী বীর মুক্তিযোদ্ধা মো. আ. রশিদ (৭৩) মারা গেছেন।

শুক্রবার (১৯ জানুয়ারী) বেলা ১১ টার দিকে রাষ্ট্রীয় সম্মাননা ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আ. রশিদ হাওলাদার বৃহস্পতিবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান। তিনি উপজেলার বড়বগী ইউনিয়নের তুলাতলি গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তালতলী উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা’র উপস্থিতিতে থানার ওসি শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় বড়বগী ইউপি চেয়ারম্যান আলমগীর মিয়া, উপজেলার বীর মুক্তিযোদ্ধাগন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *