বরিশাল অফিস ;: লন্ডন প্রবাসী ব্যারিস্টার মোঃ মনির হোসেনের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প, ইসিজি ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার সকাল থেকে দিনভর জেলার গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকার আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সি হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধণ করেন হাসপাতালের চেয়ারম্যান মোঃ খোকন মুন্সি।
হাসপাতালের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মোঃ মনির হোসেনের পক্ষ থেকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেছেন হাসপাতালের আরএমও ডাঃ তরিকুল ইসলাম রাকিব, ডাঃ সাকিব মেহেদী, ডাঃ স্বপ্না আক্তার ও ডাঃ মোঃ রাজিব গাজী। ফ্রি মেডিকেল ক্যাম্পে হৃদরোগ, মেডিসিন, গাইনি, শিশুসহ মেডিসিনের বিভিন্ন বিষয়ে প্রায় চার শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ইসিজি ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে।