মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ার দৌলতপুর ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে চাকরিতে নিয়োগ দেয়ার কথা বলে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে।
গত বুধবার ভুক্তভোগী মো: মাহবুব এলাহী বাদী হয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মোস্তাফিজুর রহমান ও ম্যানেজিং কমিটির সদস্য মো: আব্দুল মান্নানকে আসামি করে আদালতে মামলা করেছেন।
জানা যায়, অফিস সহকারী পদে চাকরিতে নিয়োগ দেয়ার জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মাদ্রাসায় ডোনেশন বাবদ মাহবুব এলাহীকে ১০ লাখ টাকা দেয়ার জন্য বলেন। তারা লিখিতভাবে নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করেন। তার পিতা মোস্তাফিজুরকে আট লাখ টাকা। আব্দুল মান্নান নগদ দুই লাখ টাকাসহ মোট দশ লাখ টাকা গ্রহণ করেন।
মাহবুব উল্লেখ করেন, তারা প্রতারণার আশ্রয় নিয়ে ২য় আসামি আব্দুল মান্নানের ছেলে ফয়সাল শরীফকে মাদ্রসার অফিস সহকারী পদে চাকরিতে নিয়োগ প্রদান করেন। এরপরে দশ লাখ টাকা ফেরত চাইলে আসামিরা তাদেরকে টাকা গ্রহণের বিষয়টি অস্বীকার করেন। এ বিষয়ে বাড়াবাড়ি করলে তাকে জীবনের তরে শেষ করে দেবে বলে হুমকি প্রদান করেন।
এ বিষয়ে অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।