শিরোনাম

আগুন পোহাতে গিয়ে অগ্নিদ্বগ্ধ হয়ে ৮০ বছরের বৃদ্ধা মৃত্যু

Views: 42

বরিশাল অফিস :: তীব্র শীত নিবারনে আগুন পোহাতে গিয়ে অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন ৮০ বছরের বৃদ্ধা চানবরু বেগম। সোমবার ( ২২ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে জেলার উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের নিত্যনন্দী গ্রামে ঘটনাটি ঘটে।

সত্যতা নিশ্চিত করেছেন,উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান তিনি জানান ,নিত্যনন্দী গ্রামের চানবরু বেগম তার স্বামীর মৃত্যুর পর থেকে বসতঘরে একাই বসবাস করে আসছিলেন। রাতে তীব্র শীত থেকে বাঁচতে কুপি বাতি জ্বালিয়ে আগুন পোহাতে ছিলেন।

জানান, একপর্যায়ে তিনি আগুন না নিভিয়ে ঘুমিয়ে পড়লে কুপির আগুন তার বসত ঘরের কাঠ ও টিনে লেগে চারদিকে ছড়িয়ে পরে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এসে বসত ঘরের আগুন নিয়ন্ত্রনে আনেন। পরবর্তীতে অগ্নিদ্বগ্ধ চানবরু বেগমকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনা এটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *