শিরোনাম

পটুয়াখালীতে মাটিচাপা দেয়া নববধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

Views: 46

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীতে চম্পা বেগম (৩২) নামের এক নববধূকে পরিকল্পিতভাবে হত্যার পর মাটিতে পুঁতে ফেলার অভিযোগ উঠেছে স্বামী বাবুল হাওলাদারের বিরুদ্ধে।

বর্তমানে বাবুল হাওলাদার এবং তার প্রথম স্ত্রী পলাতক রয়েছেন।

আজ (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের গামরবুনিয়া বিলে মাটিচাপা দেয়া ওই নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, ১ জানুয়ারি চম্পা বেগমকে বিয়ে করেন কৃষক বাবুল হাওলাদার। এটি তার দ্বিতীয় বিয়ে। বাবুল হাওলাদার এবং তার প্রথম স্ত্রী পলাতক থাকায় ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের জেরে চম্পাকে হত্যা করা হয়ে থাকতে পারে। হত্যার পর মৃতদেহ মাটি চাপা দেয়া হয়।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই সবকিছু জানা যাবে বলে জানান তিনি।

এ বিষয়ে কলাপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *