শিরোনাম

প্রধানমন্ত্রী আমাকে ভাই হিসেবে গ্রহণ করায় জয়ী হয়েছি: শাহজাহান ও

Views: 40

বরিশাল অফিস:: ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার এম শাহজাহান ওমর বীর উত্তম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ভাই হিসেবে গ্রহণ করায়, আমি তার দল থেকে নির্বাচন করেছি এবং নির্বাচনে বিজয় অর্জন করেছি। আমি কাঠালিয়া রাজাপুরকে ভালো রাখতে চাই এবং ভালো কিছু করতে চাই। আমি কোন ভাগাভাগির মধ্যে নাই। এ অঞ্চল আমার পরিচিত। কাঠালিয়ায় মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল। আমার নেতৃত্বে এ অঞ্চল স্বাধীন হয়েছে। আমি এ এলাকার সবাইকে চিনি এবং জানি।

সোমবার (২২ জানুয়ারী) বিকালে ঝালকাঠি কাঠালিয়া উপজেলা পরিষদ চত্বরে বিজয়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান হিসাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, একজন সংসদ সদস্যের যথেষ্ট এক্সেস পাওয়ার আছে। চেষ্টাও ইচ্ছে থাকলে অনেক কাজ করার সুযোগ আছে। আমি কোন ভাগাভাগির মধ্যে নেই। আমার বিরুদ্ধে এমন কোন অভিযোগ পাবেননা যাতে আমি অসম্মানিত হই। মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা মহোদয় আমাকে ডেকে বললেন দস্তখত করেন, আপনার নির্বাচন করতে হবে। আমি তাকে শর্ত দিয়েছি যে আপনার ৩ ভাই শহীদ হয়েছেন৷

তিনি বলেন,আমাকে ৪র্থ ভাই হিসেবে গ্রহন করতে হবে, তবে আমি আমার জীবনের সর্ব শক্তি দিয়ে নির্বাচন করব। তিনি তার চতুর্থ ভাই হিসেবে গ্রহন করে নির্বাচনের মাঠে নামিয়েছেন। আপনাদের সকলের চেষ্টায় নির্বাচনে আমি জয়ী হয়েছি। আমি আমার জীবনের ৭৭ বছর বয়সে এসে মানুষের জন্য কাজ করতে চাই। বরিশালের ৩৪ টি থানা আমার নেতৃত্বে স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধের সময় আমি ৩ বার আহত হয়েছি। বঙ্গবন্ধু আমাকে স্বীকৃতি স্বরুপ বীর উত্তম উপাদি দিয়েছেন। আমি তার প্রতি কৃতজ্ঞবোধ করছি।

কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন, কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু, উপোজলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন সরকার। এছাড়ার সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *