মো:আল-আমিন, পটুয়াখালী: পটুয়াখালীর দুমকিতে এক মানসিক প্রতিবন্ধী নারীকে দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি রাসেল হাওলাদারকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব।
গতকাল সোমবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী ক্যাম্পের র্যাব-৮ সদস্যরা পার্শ্ববর্তী বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
মামলার ১ নম্বর আসামি মোক্তার আলী মৃধা (৪০) দেড়মাস পূর্বে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেয়।
উল্লেখ্য, গত বছরের ২২ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে উপজেলার একটি বাড়িতে মানসিক প্রতিবন্ধী নারী (৩০) দলবদ্ধ ধর্ষণের শিকার হন। ধর্ষণের শিকার নারীর মা কহিনূর বেগম বাদী হয়ে ঘটনার পরের দিন অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে দুমকি থানায় একটি নিয়মিত ধর্ষণের মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামিরা গা-ঢাকা দেয়।