মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালীর দুমকিতে বন্ধ হয়নি লাইসেন্সবিহীন অবৈধ প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। জেলা স্বাস্থ্যবিভাগ পরিচালিত বিশেষ অভিযানে ১০টি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে মাত্র ৩টির হালনাগাদ লাইসেন্স পাওয়া গেলেও বাকি ৭টির পাওয়া যায়নি।
অভিযোগ উঠেছে, তদন্ত টিমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দু-একজন এসব অবৈধ ডায়াগনস্টিক সেন্টার কাম প্রাইভেট হাসপাতাল ব্যবসায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তারা আর্থিক লেনদেনে ম্যানেজ হওয়ায় অবৈধ এসব প্রতিষ্ঠান বন্ধ করা যায়নি।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, স্বাস্থ্য সেবার নামে সারা দেশে গড়ে ওঠা অবৈধ প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের অপচিকিৎসা বন্ধে বিশেষ অভিযান শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অভিযানের অংশ হিসেবে পটুয়াখালী জেলা সিভিল সার্জন গঠিত ৩ সদস্যের তদন্ত টিমের সাম্প্রতিক (১৮ জানুয়ারি) সরেজমিন পরিদর্শনে ১০টি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে গ্রিন স্কয়ার হাসপাতাল, সুরক্ষা জেনারেল হাসপাতাল ও লেবুখালী ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টারের হালনাগাদ লাইসেন্স পাওয়া গেছে। বাকি ৭টি প্রতিষ্ঠানের লাইসেন্সসহ নানা ত্রুটি ধরা পড়লেও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
স্বাস্থ্য ক্যাডারের ৩ জন চিকিৎসকের নামে-বেনামে মালিকানাধীন লাইসেন্সবিহীন নিউ লাইফ ডিজিটাল মেডিকেল সার্ভিসেস ও সুরক্ষা মেডিকেল সার্ভিসেস পরিদর্শনকালে বন্ধ ছিল বলে প্রতিবেদনের উল্লেখ করা হয়েছে। অপরদিকে একই প্রতিবেদনে বন্ধ থাকা প্রতিষ্ঠান দুটির পরিবেশগত ছাড়পত্র, পরমাণু কমিশন ও ফায়ার সার্ভিস ছাড়পত্রের কলাম তিনটিতে ‘আছে’ ‘আছে’ আছে’ উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে প্রতিষ্ঠান দুটোর কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে এমন দায়সারা প্রতিবেদন দেওয়া হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
এ বিষয়ে কথা বলতে অনীহা প্রকাশ করে তদন্ত টিম প্রধান ডা. আবিদ হাসান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। ব্যবস্থা নেওয়ার এখতিয়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ব্যবসায় জড়িত আছেন কিনা- এমন প্রশ্নের উত্তরে সরাসরি অস্বীকার করে তিনি বলেন, এগুলো আজগুবি খবর।
এ বিষয়ে জানতে মঙ্গলবার দুপুর ১২টা থকে ২টা পর্যন্ত পটুয়াখালীর সিভিল সার্জন ডা. এস এম কবির হাসানের টেলিফোন নম্বরে এবং ব্যক্তিগত মোবাইল ফোনে বার বার কল করা হলেও ফোন রিসিভ না করায় তার মন্তব্য জানা যায়নি।